সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
অঙ্কনঃ অরণ্য মোহান্তি 

 

লিমেরিক পঞ্চক

অরিন্দম ঘোষ 

নরহরি মাতালের সাঁঝ হ'লে হোঁশ নাই

ঢুকে পড়ে বিয়েবাড়ি দেখে আলো রোশনাই।

বসে গেল পাত পেড়ে

তবু তাকে দিল ছেড়ে,

যত দোষ বোতলের, এ ব্যাটার দোষ নাই।




আমাদের ভগীরথ জাল নিয়ে আঁধারে

জোনাকি ধরবে বলে ঘোরে বনবাদাড়ে।

লাইটের বিল ও নাকি

কমাবে ঐ জোনাকি,

যেই শোনে সেই বলে, “এ কেমন হাঁদা রে



!”




শ্যামাপদ হল ভীম কুমারের জুড়িদার

জালা যাবে লাজে ফেটে এত বড় ভুঁড়ি তার,

পাল্লায় পড়ে সেকি

কার যেন দেখাদেখি

সেও গায়ে চড়িয়েছে পাঞ্জাবী চুড়িদার।




ছোট ঘর, ছোট খাট, আছে ছোট বিছানাই,

মশা মাছি আছে বটে, চেয়ে দেখ বিছা নাই।

ভয় যদি করে তবে

ঝাড়ু দিয়ে ঝেড়ে শোবে,

আরশোলা টিকটিকি বড় হোক কি ছানাই। 




আমাদের পুকুরেতে ছিল এক কচ্ছপ,

সারাদিন তাকে ঘিরে ব্যাঙেদের মোচ্ছব।

রেগে বলে, “তোরা আমি

আলাদা তো একদমই,

আমার পিঠেতে দেখ ডিজাইন ছোপছোপ।”

4 comments:

Amaresh Biswas said...

খুব সুন্দর এবং মজাদার লিমেরিকগুলি।

ANKUR ROY said...

পাঁচটি লিমেরিকই দুর্দান্ত।

Unknown said...

Khub bhalo laglo

Unknown said...

Khub sundar laglo