সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

দুঃখী মানুষের কবিতা

সুনির্মল বসু


বুড়ী মা,এমন শীতলতম দিনে,

এই প্রবলতম ঠান্ডায় কেমন করে তোমার দিন কাটে,

তালপাতায় ঘেরা ঝুপড়ি ঘর, চারদিকে শীতল বাতাস, হিমেল কুয়াশা

এই শীতে তুমি কেমন করে বেঁচে আছো,

ছেলে তোমার বাসের কন্ডাক্টর,

বিয়ে করে বৌ নিয়ে ভোকাট্টা,

সামনে ভোট নেই,

ভোট পাখিদেরও তাই দেখা নেই।

সারাদিন দেওয়ালে, গাছে ঘুঁটে মেরে সংসার চলে তোমার, স্বামী চলে গেছে

এক যুগ আগে।

মাঘের ঠান্ডায় বাঘ কাবু হয়,আর তুমি,

কে ভাবে, তোমার কথা,

তোমার আত্মজ, না ভোটপাখিরা,

ভোট মিটে গেলে, গণপ্রতিনিধি ছবিতে শুভেচ্ছা বিলোন !

এসবই ভাবছিলাম,

রেডিওতে সতীনাথ মুখোপাধ্যায়ের গান বাজছিল,

কত না হাজার ফুল ফোটে ভূবনেতে

তার কিছু ফুল দিয়ে গাঁথা হয় মালা

বাকী ফুল ফোটে

অনাদরে ঝরে যেতে।। 

0 comments: