সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 


সম্পাদকীয় 

সম্প্রীতি কথাটির অর্থ সহাবস্থান মাত্র নয় , সহ্য করে যাওয়া নয় । সম্প্রীতির আসল কথাই হল প্রীতি বা ভালবাসা । পরস্পরের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা থাকাই সম্প্রীতি । কিন্তু দুঃখজনক সত্য হল ভারতের সমাজ- বাস্তবতা তা নয় । মনের মধ্যে একরাশ ঘৃণা , হিংসা , ঈর্ষা নিয়ে মুখ বুজে সহ্য করে যাওয়াই এই দেশে সম্প্রীতি ।
এমন বাস্তবতা তৈরী হওয়ার পিছনে অবশ্যই ইতিহাস আছে , ষড়যন্ত্র আছে এবং হয়তো যুক্তিও আছে । তা পৃথক কোন প্রবন্ধের বিষয় । কিন্তু এই পরিস্থিতির অবিলম্ব পরিবর্তন ছাড়া এই দেশ , এই সমাজের উন্নতি সম্ভব নয় ।
আর এই আত্মিক , মানসিক উন্নতিতেই ভূমিকা আছে লেখক , কবি ও শিল্পীর । আমরা বিশ্বাস করি সহস্র বছরের হিন্দু মুসলমানের যৌথ সাধনা , প্রীতি , সহযোগিতা ও সহমর্মিতা একটি বাবরি মসজিদের সাথে গুঁড়িয়ে যেতে পারে না । কোন এন আর সি -র সাধ্য নেই এই দেশের ধমনীতে বহমান বহুত্বকে মুছে ফেলার । কয়েকটি ভাতৃঘাতি দাঙ্গা এই দেশের বিবেককে জাগ্রত করে বিভেদ মুছে ফেলবে বলেই আমরা বিশ্বাস করি । আমরা তাই কম্বুকণ্ঠে মিলনের কাব্য আবৃত্তি করি ।
বাংলা সাহিত্যের অন্যতম পত্রিকা হিসেবে আমরাও আমাদের দায় স্বীকার করি । তাই অনেক অসুবিধার মধ্যেও আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস পাঠকের সামনে উপস্থিত করছি । মুছে যাক বিভেদ । মুছে যাক ঘৃণা । জীবন ও সাহিত্যের আঙিনায় বাড়ুক জানাশোনা । এই দেশে আসুক প্রকৃত সম্প্রীতি ।
সব লেখক ও পাঠকদের জানাই অকুণ্ঠ শুভেচ্ছা । 
ধন্যবাদান্তে 
অঙ্কুর রায়
সম্পাদক
অভিজিৎ চক্রবর্তী 
প্রধান সম্পাদক 


সূচীপত্র 

ছড়া 






কবিতা 






গল্প 


প্রবন্ধ 



7 comments:

সমরেশ হালদার said...

ভীষণ সুন্দর হয়েছে। এগিয়ে চলুক সম্প্রীতির নির্মোঘ ঘোষণা -

Unknown said...

খুব সুন্দর প্রয়াস। এগিয়ে চলুক

Unknown said...

শুভেচ্ছা রইল।

Bristi Chakraborty said...

দারুন লাগলো । খুব সুন্দর।

তনুজা চক্রবর্তী। said...

এমন আন্তরিক ভাবনার লেখা একজন প্রকৃত মানুষের পক্ষেই লেখা সম্ভব। সেলাম জানাই ভাই।

Unknown said...

ভালো লাগলো

Indrani Banerjee Sen said...

Khub sundor hoyeche..egiye cholun..