সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
সম্পাদকীয়
অবশেষে পিছনে ফেলে এলাম বিষময় দু হাজার বিশকে । প্রতিটা বছর ভালোয় মন্দয় , আশায় হতাশায় , প্রাপ্তিতে অপ্রাপ্তিতেই কাটে। কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য এমন অবিমিশ্র অশুভ বছর বহুদিন পরে পৃথিবী দেখলো ।
তবু কিছু ছিল। মানুষের বেঁচে থাকার লড়াই ছিল , ক্ষুধা ছিল , ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ছিল , সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছিল , বেঁচে থাকার আকুতি ছিল , ভালো দিন আনার স্বপ্ন ছিল , আর মৃত্যু মিছিল শেষে জীবন ছিল । তাই গল্পও ছিল । কারণ যাবতীয় অশুভর মধ্যেও সৃষ্টিশীল কল্পনা জীবনের গল্প লিখে গেছে নতুন দিনের জন্য ।
আমরা নতুন বছরের প্রথম প্রভাতে আবারও এক ডজন গল্প হাজির করলাম আপনাদের দরবারে । নানান রঙে রাঙানো জীবনের গল্প । প্রথম পর্বের গল্পগুচ্ছর মত আশা করি দ্বিতীয় পর্বের গল্পের গুচ্ছও আপনাদের পছন্দ হবে ।
আমাদের সমস্ত পাঠক, পাঠিকা , লেখক লেখিকা , যাঁরা দেশে দেশান্তরে ছড়িয়ে আছেন তাঁদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই । সব খারাপ পেরিয়ে খুব ভালো কাটুক এই বছরটা । ছড়ায় , কবিতায় , গদ্যে , গল্পে জীবনের যে উদযাপন আমরা পত্রিকায় করে চলেছি আশা করবো আপনারাও সর্বতোভাবে তার সাথী হবেন । নতুন বছরে আরো অনেক অনেক নতুন বিষয় নিয়ে আসবো আমরা । সাথে অবশ্যই থাকবেন আপনারা ।
ধন্যবাদ। নমস্কার । এবং আবারও জানাই HAPPY NEW YEAR 2021.
ধন্যবাদন্তে
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্তী
প্রধান সম্পাদক
সূচীপত্র
0 comments:
Post a Comment