সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 


সম্পাদকীয় 


অবশেষে পিছনে ফেলে এলাম বিষময় দু হাজার বিশকে । প্রতিটা বছর ভালোয় মন্দয় , আশায় হতাশায় , প্রাপ্তিতে অপ্রাপ্তিতেই কাটে। কিন্তু সারা পৃথিবীর মানুষের জন্য এমন অবিমিশ্র অশুভ বছর বহুদিন পরে পৃথিবী দেখলো ।

তবু কিছু ছিল। মানুষের বেঁচে থাকার লড়াই ছিল , ক্ষুধা ছিল , ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ ছিল , সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছিল , বেঁচে থাকার আকুতি ছিল , ভালো দিন আনার স্বপ্ন ছিল , আর মৃত্যু মিছিল শেষে জীবন ছিল । তাই গল্পও ছিল । কারণ যাবতীয় অশুভর মধ্যেও সৃষ্টিশীল কল্পনা জীবনের গল্প লিখে গেছে নতুন দিনের জন্য ।

আমরা নতুন বছরের প্রথম প্রভাতে আবারও এক ডজন গল্প হাজির করলাম আপনাদের দরবারে । নানান রঙে রাঙানো জীবনের গল্প । প্রথম পর্বের গল্পগুচ্ছর মত আশা করি দ্বিতীয় পর্বের গল্পের গুচ্ছও আপনাদের পছন্দ হবে ।

আমাদের সমস্ত পাঠক, পাঠিকা , লেখক লেখিকা , যাঁরা দেশে দেশান্তরে ছড়িয়ে আছেন তাঁদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই । সব খারাপ পেরিয়ে খুব ভালো কাটুক এই বছরটা । ছড়ায় , কবিতায় , গদ্যে , গল্পে জীবনের যে উদযাপন আমরা পত্রিকায় করে চলেছি আশা করবো আপনারাও সর্বতোভাবে তার সাথী হবেন । নতুন বছরে আরো অনেক অনেক নতুন বিষয় নিয়ে আসবো আমরা । সাথে অবশ্যই থাকবেন আপনারা ।

ধন্যবাদ। নমস্কার । এবং আবারও জানাই HAPPY NEW YEAR 2021.

ধন্যবাদন্তে 

অঙ্কুর রায় 

সংখ্যার সম্পাদক 

অভিজিৎ চক্রবর্তী 

প্রধান সম্পাদক 



সূচীপত্র 


অভিজিৎ চক্রবর্ত্তী 

শৈবাল চক্রবর্তী

শর্মিষ্ঠা গঙ্গোপাধ্যায়

জিনিয়া কর কর

সুজিত ভট্টাচার্য

রেদওয়ান খান

ত্রিপর্ণা রায়

সমাজ বসু

সুমিত রায়

ডোনা সরকার সমাদ্দার

সন্দীপ গুপ্ত

অমর ঘোষ


0 comments: