সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 

সম্পাদকীয় 
মানুষের প্রতিদিনের বেঁচে থাকাটাই গল্প । প্রতিদিনের জীবনসংগ্রাম , জয় - পরাজয় , স্বপ্ন - স্বপ্নভঙ্গ , আশা - নিরাশা এক একেকটি নিটোল গল্প । সেই গল্পগুলোই উঠে আসে লেখকের কলমে। আর সেই গল্পগুলোর পাঠ অভিজ্ঞতা যেন বহুতল প্রিজমের মধ্য দিয়ে জীবনকে দেখা ।

সন দু হাজার কুড়ি এমন একটি বছর যা সমগ্র পৃথিবীর বিগত একশো বছরের যাপন অভিজ্ঞতাকেই আমূল বদলে দিয়েছে। তাই বছর শেষে আমরা হরেক স্বাদের গল্প নিয়ে আমাদের ডালি সাজিয়েছি ।

প্রিয় লেখক বন্ধুরা যেভাবে আমাদের ডাকে সাড়া দিয়েছেন তাতে আমরা অভিভূত । আমাদের প্রাথমিক পরিকল্পনার সামান্য বদল ঘটিয়ে আমরা ছত্রিশ জন লেখক বন্ধুর বাহাত্তরটি গল্প ছটি পর্বে প্রকাশ করবো। আজ তারই প্রথম পর্ব। 
ধন্যবাদন্তে 
অঙ্কুর রায় 
এই সংখ্যার সম্পাদক 

অভিজিৎ চক্রবর্ত্তী 
প্রধান সম্পাদক 



গল্প সংখ্যার গল্প সংখ্যার প্রথম পর্ব এর সুচিপত্র 


















0 comments: