সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 

প্রচ্ছদ ও অলঙ্করণ -  ঈশা দাস 



সম্পাদকীয় 

ভূত আছে কী নেই এই নিয়ে তর্ক আছে , থাকবেই । মীমাংসা করার প্রয়োজন কি ? ভূতের ভয় যে সত্যি সত্যি আছে এটা নিয়ে তো আর সন্দেহ নেই । সন্দেহ নেই মানুষের ভূতের গল্প , অলৌকিক ঘটনা শোনা এবং পড়ার আগ্রহ নিয়েও । আর ভূত , ভূতের ছানা এবং ভৌতিক ঘটনা নিয়ে ছড়া কে না লিখেছেন আর পড়ে কার না ভালো লেগেছে !

দুটো ব্যাখ্যার অতীত , হাড় হিম করা সত্য ঘটনা এবং একমুঠো ছড়া আর গল্প নিয়ে সাজিয়ে দিলাম এবারের ভূত সংখ্যা । ঘন কালো মেঘে ঢাকা , ঝমঝমে বৃষ্টির দিনগুলো খিচুড়ি , ইলিশ ভাজার সাথে ভৌতিক কাহিনী ছাড়া জমবে কেন ?

যাঁরা যাঁরা এঁই ভূঁত সংখ্যা পঁড়বে নাঁ , পঁড়ে ভাঁলো বঁলবে নাঁ , তাঁদের কঁপালে কিঁন্তু খুঁব বিঁপদ নাঁচছে !

সবাই ভালো থাকবেন । শুভেচ্ছা রইলো । আর শারদ সংখ্যার জন্য শুধু অপেক্ষা করবেন না , লেখাও পাঠাবেন। 

ধন্যবাদ । 
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক 

অভিজিৎ চক্রবর্ত্তী 
প্রধান সম্পাদক 


সূচীপত্র 

ভৌতিক ছড়া 







অলৌকিক অভিজ্ঞতা 




ভূতের গল্প 
















0 comments: