সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
সম্পাদকীয়
ছড়াকাটা
সব কিছুতেই ছড়া হয় তো
কাটতে তুমি যদি জানো ,
আঁধার-আলো , রঙিন-কালো ,
তাবৎ বিষয় নেই যে হেন !
কাটতে হলে লাগে শুধু
ছুরি একটা ধারালো খুব ।
সব ছড়া আর ছড়া নয়তো
পদ্য দিঘির অতলে ডুব ।
সবাই যেমন কবি হয় না
কেউ কেউই হয় কবি ,
ছড়াকারও সবাই তো নয়
যতই আঁকুক ছন্দে ছবি ।
সব কিছুতেই ছড়া হয় তো
থাকলে হাতে ছড়ার ছুরি ,
মুখে মুখেই ছড়ানো ছড়া
তেমন ছড়ার কই জুড়ি ?
ধন্যবাদান্তে
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
সূচীপত্র
বিশেষ ছড়া
আসবে সুদিন স্বপ্নরঙিন - ভবানীপ্রসাদ মজুমদার
ছড়া
দারুন মজা - পার্থজিৎ গঙ্গোপাধ্যায়
অচিনদেশের স্বপনপুরে - অনন্যা অনুজা চট্টোপাধ্যায়
অনেক পড়া বাকি - রূপসা ব্যানার্জী
ছড়াদের কান্ড - প্রদীপকুমার পাল
ব্যাঙ ব্যাঙানির বিয়ে - দীনেশ সরকার
মেঘের মতো বন্ধু - টুম্পা মিত্র সরকার
ছানাছাড়া মিষ্টি - খাইরুল আনাম
এবার পূজো- অলোক কুমার প্রামাণিক
শরত এল নাকি - সুশান্ত কুম্ভকার
পুজোর ছুটি মামাবাড়ি - অঙ্কুর রায়
অলংকরণঃ সৃজিতা সাহা, ঈশা দাস,ইন্দ্রায়ুধ চট্টোপাধ্যায়, অর্কসৌম্য রায়, আদৃত চক্রবর্ত্তী , সৌমী চ্যাটার্জি রায়, অরণ্য মোহান্তি,সৌরিনী ব্রহ্মচারী
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment