সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

28,049
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 

প্রচ্ছদ অঙ্কন- আনন্দ সাউ 


সম্পাদকীয় 
বছর শেষের সময়ে দাঁড়িয়ে যখন এই সম্পাদকীয় লিখতে হচ্ছে তখন আশা আশঙ্কার দোলাচলে ভুগছি এই ভেবে- এরপর কি? কোথায়? আসলে যে সময়ে দাঁড়িয়ে আমরা চিন্তা বা মনন কে উচ্চমানে তুলব ভাবছি, তখন কিছু প্রশ্ন এসে বারেবারে আমাদের নাড়া দিয়ে যাচ্ছে। সেই একই প্রশ্ন । তবু মনকে তো মনের খোরাক জোগাতে হবে আর সেটাই ছিল আমাদের পৌষ সংখ্যার মূল লক্ষ্য, যা লেখকদের বিপুল সাড়ার মাধ্যমে এই জবাবটা পেলাম-আমাদের নতুন দিনের পথ কিন্তু আরও বৃহৎ ও সমচ্চারিত শব্দে মুখর । আগামীর আশায় স্বপ্নের বুক বেঁধে আমরা চলব নতুন দিনের উল্লসিত লক্ষ্যে। 
ধন্যবাদ সহ 
অঙ্কুর রায় 
সংখ্যার সম্পাদক 
অভিজিৎ চক্রবর্ত্তী 
প্রধান সম্পাদক    



সুচিপত্র 

ছড়া 










কবিতা 





প্রচ্ছদ নিবন্ধ


সত্যি হলেও গল্প 


গল্প 



পৌষ রাতের গল্প


প্রবন্ধ 

0 comments: