সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 


সম্পাদকীয় 

সাহিত্যের কাজ নয় শুধুই বিনোদন। সমাজের সবকিছুর দর্পণ হওয়া ছাড়াও সমাজ বদলে অগ্রদূতের ভূমিকা সাহিত্যের। সাম্প্রদায়িকতাও সংকীর্ণতার আক্রমণে সমাজ যখন জর্জর তখন রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে ব্যারিকেড তৈরি করা একান্ত প্রয়োজন। সাহিত্যেরও কর্তব্য সেই ব্যারিকেডে সামিল হওয়া। 

বাবরি মসজিদ ধ্বংসের অন্ধকারতম দিনে আমরাও আমাদের সাধ্যমত ব্যারিকেড শক্তিশালী করার প্রয়াস নিলাম। আপনাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই প্রয়াস ব্যর্থ হয়ে যাবে। আসুন আপনারাও পাঠক ও সমালোচক হিসেবে এই লড়াইয়ে সামিল হোন। 

আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। 

ধন্যবাদান্তে, 

অঙ্কুর রায় 
সম্পাদক 

অভিজিৎ চক্রবর্তী 
প্রধান সম্পাদক


সুচিপত্র 

ছড়া 





কবিতা 






স্মৃতিকথা 



গল্প 



প্রবন্ধ 






















0 comments: