সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.


 

সম্পাদকীয় 

একুশের ইতিহাস আমাদের জানা । ইতিহাসে চিরস্থায়ী আসন করে নিয়েছে একুশে ফেব্রুয়ারি । আর বাঙালির আবেগের সাথে যে একুশের নাড়ির টান । বাঙালি তাই পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন একুশ সে পালন করবেই করবে । 

এই দিনটিকে সামনে রেখে কত বই প্রকাশিত হয় , পত্রিকার বিশেষ সংখ্যা বের হয় । কিন্তু প্রশ্ন করি এ কি শুধুই ইতিহাসকে স্মরণ ? এই দিনের প্রাসঙ্গিকতা কি আজ বিশ্বায়িত বিশ্বে আর নেই ? একটু তলিয়ে দেখলেই বুঝবো সাংস্কৃতিক বিশ্বায়ন বা নব্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একুশের চেতনা এক মূর্তিমান প্রতিরোধ । একুশ তো আজ শুধুই বাংলার নয় , একুশ আজকে পৃথিবীর সব ভাষার , সবার মাতৃভাষার দিন । ভাষা তো কেবলই ভাষা নয় , ভাষা সংস্কৃতির বাণীরূপ । আমার ভাষা , আমার সংস্কৃতি তোমার ভাষা আর সংস্কৃতির পাশেই থাকবে । তুমি চাপিয়ে দিতে পার না তোমার সংস্কৃতি । এটাই একুশের চেতনা । একুশের শিক্ষা । 

শেষ করি একুশের চেতনাঋদ্ধ একটি ছোট্ট ছড়া দিয়ে : 

বাংলা আমার 

উর্দু যেন ফুলবাগিচার 

সুরেলা বুলবুল ,

তার শায়েরি বড় মিঠে 

নেই তো তাতে ভুল । 


বাংলা আমার ঘরের কোণের 

কাছের চড়াই পাখি ,

দুঃখ সুখের সব কিছু সে 

করে ডাকাডাকি । 


বুলবুলি থাক ফুলবাগিচায় 

চড়াই ঘরের কোণে ,

যে যার ভাষায় কথা বলুক 

বাংলা আমার মনে ।। 


একুশ যে উর্দুর ও বিপক্ষে নয়। 

সমস্ত লেখক  , পাঠক সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। 

ধন্যবাদান্তে 

অঙ্কুর রায়

সম্পাদক 

অভিজিৎ চক্রবর্তী

সুচিপত্র 


একুশের ছড়া 

বাংলাভাষা -শংকর দেবনাথ

বাংলাভাষা -সুদীপ্ত বিশ্বাস

বাংলা ভাষা- প্রবীর ভট্টাচার্য্য

একুশ আমার -শুভাশিস ঘোষ

একুশের আলো -অজিত কুমার জানা

অমর একুশ -গৌর গোপাল পাল

একুশ -কাকলি ঘোষ

মায়ের ভাষা -অঙ্কুর রায়


একুশের কবিতা 

একুশে ফেব্রুয়ারি -তাপস বন্দ্যোপাধ্যায়

আলোর পথের যাত্রী -সুব্রত চৌধুরী

বর্ণপরিচয় -ছোটন গুপ্ত

বাংলা ভাষা বাংলা- অসীম দাস

একুশে -জবা ভট্টচার্য

সাক্ষী -পলাশ পাল

ভাষা বিন্যাস -সুদীপ কুমার চক্রবর্তী


রম্যরচনা 

শৈশবের মিসিং ডায়েরি - শান্তনু মাইতি


কিশোর গল্প 

ঋজুর রহস্য ভেদ - মিঠুন মুখার্জী


একুশের গল্প 

হাতেখড়ি - ডঃ রমলা মুখার্জী


প্রবন্ধ 

একুশের কথা - মিত্রা হাজরা

বাংলা ভাষার জন্ম বৃত্তান্ত -শম্পা চক্রবর্তী



গল্প 

বাঁধন -অশোক দেব

অমরেশবাবুর নাতি -অনন্যা অনুজা চট্টোপাধ্যায়




















প্রধান সম্পাদক

0 comments: