সম্পাদকের কলমে
লেখা পাঠানোর জন্য
Total Pageviews
সম্পাদকীয়
গত এক মাস ধরে গল্পগুচ্ছ -এর শারদ নিয়ে যে কয়েকটি সংখ্যা প্রকাশ হয়েছে, দীপাবলি সংখ্যা দিয়ে এই শারদ সংখ্যার যাত্রা আমরা শেষ করলাম। শুরু হয়েছিল ছড়া সংখ্যা দিয়ে, তারপর এক এক করে ছোটদের শারদ সংখ্যা, শারদ সংখ্যা ও দীপাবলি সংখ্যা। এই এতগুলি সংখ্যার সম্পাদনার কাজ সহজ ছিল না, কারন লেখক-কবি-ছড়াকার-প্রবান্ধিক-গল্পকার বন্ধুরা অকাতরে তাদের সমস্ত সৃষ্টি আমাদের পাঠিয়েছেন এই ভেবে যে গল্পগুচ্ছ নিশ্চয় সেই লেখার যোগ্য মর্যাদা দেবে। আমরা চেষ্টাও করেছি সেই মর্যাদা দেবার। কিছু ক্ষেত্রে আমাদের শক্ত হাতে সিদ্ধান্ত নিতে হয়েছে, কিছু ক্ষেত্রে সামান্য পরিবর্তন করে সেই সংখ্যার উপযোগী করে নিতে হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমরা কোন কিছুই পরিবর্তন করতে পারিনি । আমাদের পত্রিকার জন্য যারা নিরলস ভাবে আঁকা দিয়ে গেছে যেমন - সৃজিতা সাহা, দিয়া দাস, সৌমি চ্যাটার্জি রায়, অর্কসৌম্য রায়, আদৃত চক্রবর্ত্তী ইত্যাদি তাদের সবার মধ্যে আমরা শিল্পের প্রতি যে ভালবাসা জাগাতে পেরেছি এই চারটে সংখ্যা প্রকাশের পর এটাই আমাদের উপলব্ধি ও নিজেদের পাওয়াও বটে । এত গুলি সংখ্যায় যেমন ভবানীপ্রসাদ মজুমদারের বা অমর মিত্র এর মতো বাংলা ভাষায় প্রতিষ্ঠিত মানুষ লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন, তেমন পবিত্র সরকার এর মতো মানুষ আমাদের নিয়মিত উৎসাহ দিয়েছেন তার লেখা পাঠিয়ে । কিন্তু আমাদের মনে হয়েছে আমাদের আসল কাজ, যে অনামী লেখককুল কে আমরা সাদরে কাছে টেনে নিয়ে তাদের লেখা সযত্নে প্রকাশ করেছি তাদের বিশ্বাস ও আস্থা অর্জন করা, যে অনেকাংশে আমরা করতে পেরেছি । এরপর শুধু এগিয়ে চলা, আর বাংলা সাহিত্যের সেই অংশ গুলি কে নিয়ে কাজ করা যা এখনও অনাবিষ্কৃত । সকলের সুস্থ জীবন কামনা করি ।
ধন্যবাদন্তে
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
সূচীপত্র
ছড়া
কবিতা
অসময়ের বৃষ্টি - রাজ্যশ্রী নাথ
মৃত স্বপ্নেরা -পাপিয়া সাধুখাঁ
ভৌতিক গল্প
রহস্য গল্প
বড় গল্প
বর- বিভ্রাট -অলোকা বিশ্বাস সাহা
অনুগল্প
একটা ডিম ভাতের গল্প -সুস্মিতা বিশ্বাস
শিহরিত রাত - সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
পাট পাতার বড়া - জয়ন্ত চক্রবর্তী
ভেসে যাওয়া নৌকা -দেবার্ঘ্য গাঙ্গুলী
ভ্রমণ
সিমলার স্মৃতি - শ্রেয়া সেনগুপ্ত
0 comments:
Post a Comment