সম্পাদকের কলমে

নারায়ণ দেবনাথ- সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম । ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম । নমস্কার সহ অঙ্কুর রায় সংখ্যার সম্পাদক অভিজিৎ চক্রবর্ত্তী প্রধান সম্পাদক

লেখা পাঠানোর জন্য

আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com

Total Pageviews

By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.

 

সম্পাদকীয় 

গত এক মাস ধরে গল্পগুচ্ছ -এর শারদ নিয়ে যে কয়েকটি সংখ্যা প্রকাশ হয়েছে, দীপাবলি সংখ্যা দিয়ে এই শারদ সংখ্যার যাত্রা আমরা শেষ করলাম। শুরু হয়েছিল ছড়া সংখ্যা দিয়ে, তারপর এক এক করে ছোটদের শারদ সংখ্যা, শারদ সংখ্যা ও দীপাবলি সংখ্যা। এই এতগুলি সংখ্যার সম্পাদনার কাজ সহজ ছিল না, কারন লেখক-কবি-ছড়াকার-প্রবান্ধিক-গল্পকার বন্ধুরা অকাতরে তাদের সমস্ত সৃষ্টি আমাদের পাঠিয়েছেন এই ভেবে যে গল্পগুচ্ছ নিশ্চয় সেই লেখার যোগ্য মর্যাদা দেবে। আমরা চেষ্টাও করেছি সেই মর্যাদা দেবার। কিছু ক্ষেত্রে আমাদের শক্ত হাতে সিদ্ধান্ত নিতে হয়েছে, কিছু ক্ষেত্রে সামান্য পরিবর্তন করে সেই সংখ্যার উপযোগী করে নিতে হয়েছে, আবার কিছু ক্ষেত্রে আমরা কোন কিছুই পরিবর্তন করতে পারিনি । আমাদের পত্রিকার জন্য যারা নিরলস ভাবে আঁকা দিয়ে গেছে যেমন - সৃজিতা সাহা, দিয়া দাস, সৌমি চ্যাটার্জি রায়, অর্কসৌম্য রায়, আদৃত চক্রবর্ত্তী ইত্যাদি তাদের সবার মধ্যে আমরা শিল্পের প্রতি যে ভালবাসা জাগাতে পেরেছি এই চারটে সংখ্যা প্রকাশের পর এটাই আমাদের উপলব্ধি ও নিজেদের পাওয়াও বটে । এত গুলি সংখ্যায় যেমন ভবানীপ্রসাদ মজুমদারের বা অমর মিত্র এর মতো বাংলা ভাষায় প্রতিষ্ঠিত মানুষ লেখা দিয়ে সমৃদ্ধ করেছেন, তেমন পবিত্র সরকার এর মতো মানুষ আমাদের নিয়মিত উৎসাহ দিয়েছেন তার লেখা পাঠিয়ে । কিন্তু আমাদের মনে হয়েছে  আমাদের আসল কাজ, যে অনামী লেখককুল কে আমরা সাদরে কাছে টেনে নিয়ে তাদের লেখা সযত্নে প্রকাশ করেছি তাদের বিশ্বাস ও আস্থা অর্জন করা, যে অনেকাংশে আমরা করতে পেরেছি । এরপর শুধু এগিয়ে চলা, আর বাংলা সাহিত্যের সেই অংশ গুলি কে নিয়ে কাজ করা যা এখনও অনাবিষ্কৃত । সকলের সুস্থ জীবন কামনা করি । 

ধন্যবাদন্তে 

অঙ্কুর রায় 

সংখ্যার সম্পাদক 

অভিজিৎ চক্রবর্ত্তী 

প্রধান সম্পাদক 

  

সূচীপত্র 

ছড়া 

দীপাবলী -অমরেশ বিশ্বাস

বাবুয়ানি - ছোটন গুপ্ত

দীপাবলি- শক্তিপদ পণ্ডিত

ভূত -শিবপদ মন্ডল

নামাবলি -মিত্রা হাজরা

আলোর উৎসব -আভা সরকার মন্ডল


কবিতা 

দুটি কবিতা -দিলীপ মহান্তী

অসময়ের বৃষ্টি - রাজ্যশ্রী নাথ

মোবাইলে শান্তি -সুজিত নস্কর

মৃত স্বপ্নেরা -পাপিয়া সাধুখাঁ

আলোয় ফেরা -সন্দীপ দত্ত

কোজাগরী - সাগরিকা বিশ্বাস


ভৌতিক গল্প 

সেই রাত -মৈত্রেয়ী চ্যাটার্জী

রহস্য গল্প 

সার -রাজর্ষি বর্ধন

বড় গল্প 

বর- বিভ্রাট -অলোকা বিশ্বাস সাহা

অনুগল্প 

একটা ডিম ভাতের গল্প -সুস্মিতা বিশ্বাস

শারদীয়া -সোমা নন্দী


গল্প
 

অকস্মাৎ -প্রতীষা চট্টোপাধ্যায়

প্রাকসভ্যতারগল্প - প্রদীপ ঘটক

শিহরিত রাত - সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী

প্রপোজাল - নির্মলেন্দু কুণ্ডু

বাইরের লোক - শুক্লা কর

আর ভুল নয় -মানসী গাঙ্গুলী

পাট পাতার বড়া - জয়ন্ত চক্রবর্তী

ভেসে যাওয়া নৌকা -দেবার্ঘ্য গাঙ্গুলী

 

ভ্রমণ 

সিমলার স্মৃতি - শ্রেয়া সেনগুপ্ত




















0 comments: