সম্পাদকের কলমে
নারায়ণ দেবনাথ-
সত্যি বলতে কি একটা অধ্যায়ের পরিসমাপ্তি হল। একটা বিশাল বড় অধ্যায়, যেখানে বাবা/ মা, ছেলে/ মেয়ে বা দাদু/দিদা, পিসি, ঠাম্মা সব এক হয়ে গেছিল । চলে গেলেন শরীরের দিক থেকে কিন্তু সারাজীবন রয়ে গেলেন মনে, চোখে আর স্বপ্নে। কার্টুন তাও আবার নিখাদ বাংলা ভাষায়, বাংলা চরিত্র নিয়ে, কিন্তু সেই চরিত্র আবার খুব সাহসী। উনি সাহস দেখিয়েছিলেন বলেই বাংলার ঘরে ঘরে বাঁটুল, হাঁদা-ভোঁদা পৌঁছে গেছে। নারায়ণ দেবনাথ -এর প্রতি #গল্পগুচ্ছ এর পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
ভাল থাকবেন, যেখনেই থাকবেন। আমরা কিন্তু আপনার দেশেই রয়ে গেলাম ।
নমস্কার সহ
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
লেখা পাঠানোর জন্য
আপনার লেখা পাঠান আমাদেরকে
golpoguccha2018@gmail.com
Total Pageviews
By Boca Nakstrya and Gologuccha . Powered by Blogger.
সম্পাদকীয়
বর্ষার শেষে শরতের আগমনী রোদ শুধু শিউলি-কাশ-ই ফোটায় তা নয়, বাংলা সাহিত্যের বাগানে জানা-অজানা হরেক রঙের হরেক চেহারার ফুল-ও ধরায় । বছরের এই সময় তাই সাধ্যমতো এবং সাধ্যের বাইরে গিয়েও সাহিত্য বাগানের মালীরা প্রকাশ করেন অসংখ্য শারদ সংখ্যা । আমরাও আমাদের সীমিত সাধ্যে সাধ্যাতীত কিছু ফুল ফোটানোর প্রয়াস নিয়েছি । চার মহাদেশ জুড়ে আমাদের যে অসংখ্য পাঠক-লেখক আছেন তাদের সন্মিলিত সহযোগিতায় আমরা এর আগে শারদ-সংখ্যার দুটি পর্ব প্রকাশ করে তৃতীয় বা সর্বশেষ পর্ব সফল ভাবে প্রস্তুত করতে সমর্থ হয়েছি ।
পরিবর্তিত সময়ে ছাপা বই ও পত্রিকার জায়গা অনেকাংশেই নিয়ে নিয়েছে চলভাষ বাহিত ডিজিটাল মাধ্যম । আমরাও এই নতুন মাধ্যমে প্রতিষ্ঠিত এবং নতুন লেখকদের লেখা নিয়ে আমাদের পত্রিকা সাজিয়েছি । সাজিয়েছি এই সংকল্প নিয়েই যে পরিবর্তিত পরিস্থিতিতেও বাংলার চিরায়ত সুস্থ সংস্কৃতির স্রোতস্বিনী যেন বহমান থাকে । এ আমাদের জাতীয় দায়িত্ব । সীমিত শক্তি নিয়েও যে দায়িত্ব পালনে আমরা পশ্চাদপদ হইনি । কতটা সফল হয়েছি তা বিচারের ভার আপনার । আমরা আশা রাখি সাহিত্য-সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে একদিন বাংলায় সম্প্রীতি ও শান্তির পরিবেশ গড়ে উঠবে ।
সাজিয়ে দিলাম আমাদের শারদ পুজার ডালি । সকলকে জানাই শারদ শুভেচ্ছা ।
ধন্যবাদন্তে
অঙ্কুর রায়
সংখ্যার সম্পাদক
অভিজিৎ চক্রবর্ত্তী
প্রধান সম্পাদক
সূচিপত্র
বিশেষ কবিতা
ছড়া
কবিতা
রহস্য গল্প
স্মৃতিকথা
গল্প
বড়গল্প
ভ্রমণ
Subscribe to:
Posts (Atom)
0 comments:
Post a Comment